Pages

Dec 9, 2015

কুলধারা

কিছু ভাঙা ইট,
কিছু পুড়ে যাওয়া, আধ ভাঙা দেআল;
যার চারপাশে গজিয়ে উঠেছে কিছু বুনো ক্যাকটাস ||

কিছু শুকনো নর্দমা,
কিছু ধূলিধূসরিত রুক্ষ সরু গলি;
যেখানে পরে আছে কিছু ভাঙা কাচের চুড়ি, আর মার্বেল গুলি ||

কিছু ফাঁকা চাতাল,
কিছু ধসে যাওয়া মন্দির;
যার ভেতরে পরে রয়েছে কিছু বিগ্রহের ভগ্নাবশেষ ||

কিছু অজানা আদিম শব্দ,
কিছু শতাব্দীপ্রাচীন জমাট বাতাস,
মধ্যে যার আবদ্ধ রয়ে গেছে কিছু উৎকট, পচা গন্ধ ||