Pages

May 1, 2014

কলিঙ্গ

কাল সারা রাত জেগে কাটিয়েছি,
শুধু তোমার কথা ভেবে কাটিয়েছি|

টাইম মেশিনটা হারিয়ে গেছে রানী সাহেবা!
আমি কলিঙ্গ যেতে পরিনি!

বিশ্বাস করো আমি সত্যি বলছি;
রাত্রে বলিশের নীচে রেখে শুয়েছিলাম;
সকলে উঠে আর পাইনি!

জানিনা কেনো শুধু কিছু ঝাপসা ছবি মনে বার বার উকি দিচ্ছে|
একটা প্রবল ঝড় ও বৃষ্টির রাত;
বাজের ব্যাপক আলোয় সম্পূর্ণ দিক্চক্রবাল এবং
মাঝে মধ্যেই দূরে সমুদ্রের উত্তাল রূপটা স্পষ্ট হয়ে উঠছে|

আর তাতে কিছু নোঙররত আদিম জাহাজের টিকে থাকার লড়াই!

রানী সাহেবা, এই কী কলিঙ্গ?