Pages

Mar 23, 2014

কন্যা

কন্যাভ্রুণস্রস্টা আমি,
অদৃষ্টের নগ্ন
অট্টহাস্য, ঘুরে ফিরে আসে,
চায় মুক্তি, দমে মায়ার নাগপাসে;
প্রবঞ্চকের দান ভেবে ভ্রমি!!

কন্যাসন্তানলব্ধ আমি,
নিঃস্ করেচে ঐ বীর্যহীন বিধাতার

কোনো এক অর্থলোলুপ শিক্ষিত চামার;
সৃষ্টির স্বাদে তবু আমি জগৎস্বামী!!

কন্যাদায়গ্রস্ত আমি,
রিক্ত, ভিক্ষুকের ক্ষুধানিবারণে,
নিদ্রাহীন চক্ষু, কণ্টক প্রাণে;

পাশাণ ত্রিভুবনস্বামী!!

কন্যাঋণস্পৃষ্ট আমি,
জীর্ণ দেহ, শীর্ণ মন, গুঞ্জন,
উর্ননাভের শীতল আলিঙ্গন;
মৃত অন্তরযামী!!

গোধূলিলগ্ন, ধুসর অনিল;
ঈশ্বর, যেন মৃতদেহে
পঙ্কিল!!


                       - 19/03/2008