তুমি অহংকার কে তোমার ভূষণ করেছো
তোমার সৃস্টিশীলতা কে তোমার অহংকার করতে পারোনা?
কিছু কথা, কিছু ছন্দ জুড়ে একটা জামা, আর
কিছু কল্পনা, কিছু অনুভূতি জুড়ে কিছু গহনা?
এই সাজে সাজতে পারোনা?
তোমার সৃস্টিশীলতা কে তোমার অহংকার করতে পারোনা?
কিছু কথা, কিছু ছন্দ জুড়ে একটা জামা, আর
কিছু কল্পনা, কিছু অনুভূতি জুড়ে কিছু গহনা?
এই সাজে সাজতে পারোনা?