কতো স্বপ্ন মরে বুকে,
কতো ইচ্ছে বাঁধে গান;
কভু বিষাদ নামে চোখে,
কভু হাত্তয়ায় দোলে প্রাণ;
এতো বৃষ্টি ভেজা সকাল,
তবু চাতক কেনো এ প্রাণ?
কতো ইচ্ছে বাঁধে গান;
কভু বিষাদ নামে চোখে,
কভু হাত্তয়ায় দোলে প্রাণ;
এতো বৃষ্টি ভেজা সকাল,
তবু চাতক কেনো এ প্রাণ?