অন্তরে মোর দীপ্তশিখা, গহন প্রেমের রজনী;
আপন মনের দরজা খুলিয়া,
দাওগো দেখা সজনী ||
রিনিঝিনি এই বৃষ্টি মাঝে, ধাতব দুশ্চিন্তা;
আমার হৃদয় ছিন্ন করিয়া,
কি তোমার নতুন চিন্তা?
অন্ধকারে হাতড়ায় প্রাণ, খোঁজে অভয়ের গান;
মরিচিকা সম দৃষ্টি তব,
শোনায় রাত্রির তান ||
ঐ ধূর্ত ওলন্দাজের ন্যায় সে করেছে তোমায় গ্রাস;
আমার মনের পিদিম বাতি,
পাচ্ছে মুহুর্মুহু হ্রাস ||
বেরাম্ভন সন্তান আমি, অমৃত খুজিনে;
তোমার অভ্রভেদি চক্ষুদৃষ্টি,
অতশত বুঝিনে ||
এসো এবার ফিরিয়া মনে, চেতনার সন্ধিক্ষণে;
আমার হৃদয়ে রইবে তুমি,
জাগরণে, স্বপনে ||
- 8/09/2006
আপন মনের দরজা খুলিয়া,
দাওগো দেখা সজনী ||
রিনিঝিনি এই বৃষ্টি মাঝে, ধাতব দুশ্চিন্তা;
আমার হৃদয় ছিন্ন করিয়া,
কি তোমার নতুন চিন্তা?
অন্ধকারে হাতড়ায় প্রাণ, খোঁজে অভয়ের গান;
মরিচিকা সম দৃষ্টি তব,
শোনায় রাত্রির তান ||
ঐ ধূর্ত ওলন্দাজের ন্যায় সে করেছে তোমায় গ্রাস;
আমার মনের পিদিম বাতি,
পাচ্ছে মুহুর্মুহু হ্রাস ||
বেরাম্ভন সন্তান আমি, অমৃত খুজিনে;
তোমার অভ্রভেদি চক্ষুদৃষ্টি,
অতশত বুঝিনে ||
এসো এবার ফিরিয়া মনে, চেতনার সন্ধিক্ষণে;
আমার হৃদয়ে রইবে তুমি,
জাগরণে, স্বপনে ||
- 8/09/2006