Pages

Mar 12, 2017

স্বপ্ন

কিছু স্বপ্ন
ঘুরে ফিরে আসে
ঠিক পাড়ে এসে ধাক্কা খেয়ে যাওয়া
ঢেউ গুলোর মতো

কখনো দুপুর বেলায়
কখনো মাঝরাতে
উড়ে বেড়ায়
অনেক সময়
তোমার সাথে কাটানো মুহুর্ত গুলোর মাঝে

দাগ কেটে যায়
মনের অনেক গভীরে
আর দিয়ে যায়
কিছু রঙ্গিন ছবি
আনন্দের, অবাস্তব ছবি

বার বার
ঘুরে ফিরে আসে
আবার মিলিয়ে যায়
অনেকটা ঝিল এ বসন্তের হাত্তয়ায় ওটা তরঙ্গের মতন


Jan 18, 2017

Bondi

Bondi achi tor moner vitor
Palaimu kemone?
Din jay, raat jay, tarpor bochor jai ghuira
Khuji firi tore swapone

Chhilam koto sukhe pukurer moiddhe
Chhilo na tate kono bhul
Tarpor jokhon porlam giya majh doiray
Pailam na kono kul


Dec 1, 2016

The Tale

There’s a deserted dwelling by the alley,
On the dwelling a darkness unfolds;
A witty cat, used to dally,
And walked by when darkness unfolds;
Vowed to sing the song of life,
But the tale couldn’t thrive.


Jan 22, 2016

মধুমিতা

তুমি অহংকার কে তোমার ভূষণ করেছো
তোমার সৃস্টিশীলতা কে তোমার অহংকার করতে পারোনা?

কিছু কথা, কিছু ছন্দ জুড়ে একটা জামা, আর
কিছু কল্পনা, কিছু অনুভূতি জুড়ে কিছু গহনা?

এই সাজে সাজতে পারোনা?



Dec 9, 2015

কুলধারা

কিছু ভাঙা ইট,
কিছু পুড়ে যাওয়া, আধ ভাঙা দেআল;
যার চারপাশে গজিয়ে উঠেছে কিছু বুনো ক্যাকটাস ||

কিছু শুকনো নর্দমা,
কিছু ধূলিধূসরিত রুক্ষ সরু গলি;
যেখানে পরে আছে কিছু ভাঙা কাচের চুড়ি, আর মার্বেল গুলি ||

কিছু ফাঁকা চাতাল,
কিছু ধসে যাওয়া মন্দির;
যার ভেতরে পরে রয়েছে কিছু বিগ্রহের ভগ্নাবশেষ ||

কিছু অজানা আদিম শব্দ,
কিছু শতাব্দীপ্রাচীন জমাট বাতাস,
মধ্যে যার আবদ্ধ রয়ে গেছে কিছু উৎকট, পচা গন্ধ ||