Pages

Feb 4, 2015

ওগো বিদেশিনী

একটু ছোঁয়ার জন্য;
একটু পাসে বসা,
একটু হাতে হাত রাখার জন্য,
তোমাকে চাই |

একটু ভেজার জন্য,
একটা সাথি;
একটু গানের জন্য,
তোমাকে চাই |

একটু উষ্ণতার জন্য;
একটু আবেগ,
একটু ভালোবাসার জন্য,
তোমাকে চাই |