মৃতু্যটাকে যদি দূর করতে পারতে তবে বুঝতাম তুমি মানুষ;
আর শান্তি, সেটাতো তোমার হাতে নেই!
কবিগান শুনেছো?
বেদুইনের বাজনা শুনেছো কখনো?
আর ওই মাতালটার আর্তনাদ যে শেষ নি:শ্বাসটা বের হবে কখন ভেবে
পথের ধারে পরে যন্ত্রণায় কাৎড়ায়?
ওই রূপকথার সোনালী পাখিটকে ছুয়ে দেখেছো কখনো?
আর পরশপাথর? সেটা কেমন?
আর আমার নগ্ন আত্মা যেটা একদিন তোমার প্রতিটি ইন্দ্রিয়ের
মধ্যে উত্তেজনার পাবক সৃষ্টি করেছিলো?
কতজনকে চুমু খেয়েছো?
গুণে দেখেছো কখনো?
আর কতজনকে খাবে? ভেবে দেখেছো কোনদিন?
আর আমারটা?
সেটাকি তোমার মনে প্রথম স্থান পাবে কোনদিন?